এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো,
এ তুমি কেমন....
Song details
Lyrics
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো,
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো।
জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন
সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন,
জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমিই এমন
সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন।
কথা নয় নিরবতায় সজলতার আঁকর ভরো
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো,
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো
এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী
কবেকার পুঁথির শোলক তোমার মতই অশ্রুমতি,
এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী
কবেকার পুঁথির শোলক তোমার মতই অশ্রুমতি।
অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার আমার মরণ
নীরবে জাতিস্মরের গল্পবলা তোমার ধরণ,
অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার আমার মরণ
নীরবে জাতিস্মরের গল্পবলা তোমার ধরণ।
ঝরেছ বৃষ্টি হয়ে আগেও তুমি আবার ঝরো
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো,
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো..
E Tumi Kemon Tumi Lyrics :
E tumi kemon tumi chokher taray ayna dhoro
E kemon kanna tumi amay jokhon ador koro
Jonmer ageo janmo poreo janmo tumi emon
Shurero gobhir shure podabolir dhoron jemon
Kotha noy nirobotay sojolotar akhor voro
E kemon kanna tumi amay jokhon ador koro
Esechi ageo ami jokhon tumi poddaboti
Kobekar punthir sholok tomar motoi ashrumoti
Ashrur ekti fotay jonmo amar amar moron
Nirobe Jatishwarer golpo bola tomar dhoron
………………………
Song: E Tumi Kemon Tumi
Movie: Jaatishwar
Singer: Rupankar Bagchi
Artists: Prasenjit Chatterjee, Swastika Mukherjee, Jisshu Sengupta, Abir Chatterjee & Others.
Music Director: Kabir Suman
Lyricist: Kabir Suman