এভাবে কে ডাকে?
এভাবে কে ডাকে?
ও.. এভাবে কে ডাকে?
সোনার কাঁঠি রুপোর কাঁঠির ছোঁয়ায়
করলি এ কি হারিয়েছি আমায়,
ধোঁয়ায় ধোঁয়ায়।
এভাবে....
Song details
Lyrics
এভাবে কে ডাকে?
এভাবে কে ডাকে?
ও.. এভাবে কে ডাকে?
সোনার কাঁঠি রুপোর কাঁঠির ছোঁয়ায়
করলি এ কি হারিয়েছি আমায়,
ধোঁয়ায় ধোঁয়ায়।
এভাবে কে আঁকে
দিনে রা রাত, রাতেরা দিন লাগে
যেন ঘুমেরা নেই, নেই রে আমার ভাগে
হয়নি আগে।
পৃথিবী থামেনা যেমন
এই ছবি হোক সেরকম ..
ভালোবাসি আয়, ভালোবাসি আয়
মন আমার ব্যস্ত তোরই দুনিয়ায়,
কাছাকাছি আয়, কানামাছি আয়
আমাদের গল্প জুড়লো এ হাওয়ায়,
ভালোবাসি আয়, ভালোবাসি আয়
লেখা হোক মিষ্টি এক সে কবিতায়,
ভালোবাসি আয়, ভালোবাসি আয়
তোকে ছাড়া বাঁচতে আর না পারা যায়,
এভাবে কে ডাকে?
হুম.. এভাবে কে ডাকে?
তোর আসতে হলে দেরি
হয়ে দিশেহারা ঘুড়ি,
এদিকে মনের তরী ভীষণ তাড়ায়।
ভাবো পথভোলা নাবিক
তুই ঠিক করে দিবি দিক,
জানি ঝিনুক মুক্ত মানিক
তোকেই মানায় ..
এভাবে কে ডাকে?
উড়াল মাদুর উড়ান দিয়েই থাকে
রোজ রুটিনের হাজার কাজের ফাঁকে
চাইছি তোকে।
পৃথিবী থামে না যেমন
এই ছবি হোক সেরকম ..
ভালোবাসি আয়, ভালোবাসি আয়
মন আমার ব্যস্ত তোরই দুনিয়ায়,
কাছাকাছি আয়, কানামাছি আয়
আমাদের গল্প জুড়লো এ হাওয়ায়,
ভালোবাসি আয়, ভালোবাসি আয়
লেখা হোক মিষ্টি এক সে কবিতায়,
ভালোবাসি আয়, ভালোবাসি আয়
তোকে ছাড়া বাঁচতে আর না পারা যায়,
এভাবে কে ডাকে .. ?
ও ও.. এভাবে কে ডাকে ?
এভাবে কে ডাকে ?
Ebhabe Ke Daake Lyrics:
Ebhabe ke dake
Evabe ke daake
Sonar kathir rupor kathir choway
Korli e ki hariyechi amay dhoway dhoway
Evabe ke anke
Din e ra raat raatera din laage
Jeno ghumera nei nei re amar bhage
Hoyni agey
Prithibi thame na jemon
Ei chobi hok se rokom
Valobashi aay valobashi aay
Mon amar besto tori duniyay
Kachakachi aay kanamachi aay
Amader golpo jurlo e haway
Valobashi aye valobashi aye
Lekha hok misti ek se kobitay
Valobashi aye valobashi aye
Toke chara banchte aar na para jaay
Ebhabe ke dake
Hum..Evabe ke daake
Tor ashte hole deri
Hoye dishehara ghuri
Edike moner tori vishon taray
Vabo pothbhola nabik
Tui thik kore dibi dik
Jani jhinuk mukto manik tokei manay
Ural madur uran diyei thake
Rooj rutiner hajar kajer fanke chaichi toke
Prithibi thaame na jemon
Ei chobi hok serokom
Bhalobashi aay Bhalobashi aay
Mon amar besto tori duniyay
…………………………..
Song : Ebhabe Ke Daake
Film : Chengiz
Singer : Arijit Singh
Lyrics : Prosen
Music Composer : Kaushik-Guddu