এই যে পথের এই দেখা
হয়তো পথেই শেষ হবে
তবুও হৃদয় মোর বলে
সঞ্চয় কিছু যেন রবে....
Song details
Lyrics
এই যে পথের এই দেখা
হয়তো পথেই শেষ হবে
তবুও হৃদয় মোর বলে
সঞ্চয় কিছু যেন রবে
ক্ষণিকের এই জানাশোনা
স্মরণে করে যে আনাগোনা
ক্ষণিকের এই জানাশোনা
স্মরণে করে যে আনাগোনা
তারই সুরে বাজে যেন বাঁশি
মরমের শত অনুভবে
এই যে পথের এই দেখা
হয়তো পথেই শেষ হবে
তবুও হৃদয় মোর ভাবে
এ পথ কোথায় নিয়ে যাবে
তবুও হৃদয় মোর ভাবে
এ পথ কোথায় নিয়ে যাবে
আঁধারে হারায় পাখি দিশা
তাই, তারার প্রদীপ জ্বলে লভে
এই যে পথের এই দেখা
হয়তো পথেই শেষ হবে
তবুও হৃদয় মোর বলে
সঞ্চয় কিছু যেন রবে
Ei Je Pother Ei Dekha Lyrics:
Ei Je Pother Ei Dekha
Hoyto Pothei Shesh Hobe
Tobuo Hridoy Mor Bole
Shonchoy Kichu Jeno Robe
Khoniker Ei Janashuna
Shorone Kore Je Anagonaa |
Kaari Shure Baaje Jano Baashi
Moroner Shoto Onubhobe ||
Tobuo Hridoy Mor Bhabe
E Poth Kothae Niye Jaabe |
Adhare Haraye Pache Dishaa
Taai Taraar Prodeep Jole Nibhe ||
……………….
Song : Ei Je Pother Ei Dekha ♫ এই যে পথের এই দেখা
Movie: Jautuk
Singer: Hemanta Mukhopadhyay
Lyrics: Gouriprasanna Majumdar
Music: Hemanta mukhopadhyay