এই মধুর মদির মধুল গানে—শোনাব
শোনাব গো আমি তোমায় গান
এই মিলন মধুর....
Song details
Song -এই মধুর মদির মধুল গানে
Singers - Manabendra Mukherjee
Lyrics -
Lyrics
এই মধুর মদির মধুল গানে—শোনাব
শোনাব গো আমি তোমায় গান
এই মিলন মধুর রাতে
থাক তুমি মোর সাথে
অনুরাগে মেশা অভিমান
বন্ধু, শোন গো এই গান।।
ওগো এ গান তোমারই তরে
শুধু স্বপন রচনা করে
গানের তালা উজাড়ি দিনু দান।।
আজ আমার সুরের পাখী
ফিরিছে তোমায় ডাকি
এ ফাগুন হোল অবসান।
………………….
“মিঃ অ্যাণ্ড মিসেস চৌধুরী” কথাচিত্রের গান।
শিল্পী : মানবেন্দ্র মুখোপাধ্যায়।।
সুর : রথীন ঘোষ।