এই নিশি রাইতে
তোমার ঘরে যাইতে
মনযে উথাল-পাথাল করে
এই নিশি রাইতে
আরো কাছে পাইতে
মনযে উথাল-পাথাল করে....
Song details
Song -এই নিশি রাইতে, তোমার ঘরে যাইতে
Singers - Syed Abdul Hadi & Sabina Yasmin
Lyrics - Ahmed Zaman Chowdhury
Lyrics
এই নিশি রাইতে
তোমার ঘরে যাইতে
মনযে উথাল-পাথাল করে
এই নিশি রাইতে
আরো কাছে পাইতে
মনযে উথাল-পাথাল করে বন্ধুয়া
মনযে উথাল-পাথাল করে
দোলা দিলো বাউরি বাতাস
সঙ্গে জোয়ার বয়
সখা তোমার বাঁশীর সুরে
মন ঘরে না রয়
এই না বুকে শোয়াইয়া
চোখে চোখে তাকাইয়া
মনটা যে চায় আমার
কত কথা কইতে
বয়স কালে পাড়ার মানুষ
কত কথাই কয়
সুজন বিনা মধুর জীবন
সুখের কি আর হয়
চুলে আঙুল বুলাইয়া
আদর সোহাগ করিয়া
পারি যেন তোমার বুকে
সারা জনম রইতে
……………
Song: Ei Nishi Raite
Cast: Anju & Javed
Singer: Sabina Yasmin & Sayed Abdul Hadi
Lyricist: Ahmed Jaman Chowdhury
Music: Subal Das
Movie: Norom Gorom
Director: F. Kabir Chowdhury