এই সাঁঝ ঝরা লগনে আজ
কে ডাকে আমারে,
আমার পথে আশার প্রদীপ
কে সে....
Song details
Song -এই সাঁঝ ঝরা লগনে আজ কে ডাকে আমারে
Singers - Sandhya Mukhopadhyay
Lyrics - Gauri Prasanna Mazumder
Lyrics
এই সাঁঝ ঝরা লগনে আজ
কে ডাকে আমারে,
আমার পথে আশার প্রদীপ
কে সে জ্বালাতে চায়।
আকাশেরই তারায় তারায়।।
আমার পায়ে লাগবে ধুলো…
তাই ভেবে কি বকুলগুলো,
পথের পাশে এমন করে ঝরে আছে হায়।।
অভিসারের এপথ আমায়
যেথায় নিয়ে যাবে,
অনেক খোঁজার শেষে তোমার
ঠিকানা কি পাবে।
………………….
Song : Ei Sanjhjhara Lagone Aaj
গান : সাঁঝঝরা লগনে আজ
Movie : Pathey Holo Deri
Artist : Sandhya Mukherjee
Music Director : Robin Chatterjee
Lyricist : Gauriprasanna Mazumder
Release : 1979
Director : Agradoot
Starcast : Uttam Kumar, Suchitra Sen, Pahari Sanyal, Chandrabati Debi and Others