এই সুন্দর রাত্রি আকাশ পারে
তারার প্রদীপ জ্বেলে দিয়ে যায়
আর স্বপ্ন আবেশে মোর মুগ্ধ নয়ন
আজ যেন অদেখারে খুঁজে....
Song details
Lyrics
এই সুন্দর রাত্রি আকাশ পারে
তারার প্রদীপ জ্বেলে দিয়ে যায়
আর স্বপ্ন আবেশে মোর মুগ্ধ নয়ন
আজ যেন অদেখারে খুঁজে পায়
এই সুন্দর রাত্রি আকাশ পারে
তারার প্রদীপ জ্বেলে দিয়ে যায়
আজ প্রাণে মোর হাওয়া দিল ছন্দ
ফুল উপহার দিল তার গন্ধ
আজ প্রাণে মোর হাওয়া দিল ছন্দ
ফুল উপহার দিল তার গন্ধ
শুধু আমার মনের এই নিভৃতে
কোন কবির কবিতা ভাষা চায়
এই সুন্দর রাত্রি আকাশ পারে
তারার প্রদীপ জ্বেলে দিয়ে যায়
কত স্বপ্নে, কত রঙ্গে
বাঁশি বাজলো সারা অঙ্গে
কত স্বপ্নে, কত রঙ্গে
বাঁশি বাজলো সারা অঙ্গে
কোন রূপময় অরূপেরই পরশে
হলো মুখরিত মন বীণা হরষে
কোন রূপময় অরূপেরই পরশে
হলো মুখরিত মন বীণা হরষে
এই ফাগুনেরই উচ্ছল প্রহরে
আজ কোন সুরে পাখি ঐ গান গায়
এই সুন্দর রাত্রি আকাশ পারে
তারার প্রদীপ জ্বেলে দিয়ে যায়
আর স্বপ্ন আবেশে মোর মুগ্ধ নয়ন
আজ যেন অদেখারে খুঁজে পায়
এই সুন্দর রাত্রি আকাশ পারে
তারার প্রদীপ জ্বেলে দিয়ে যায়
……………………
Song: Ei Sundar Raatri
Film Title: Agni Sanskar
Artist: Sandhya Mukherjee
Music Director: Hemanta Mukherjee
Lyricist: Gauriprasanna Mazumder
Filmstar: Uttam Kumar/Supriya Devi/Chhabi Biswas
Director: Agradoot