এক অচিন পাখি উড়ে উড়ে এল
বুকের ভাঙা খাঁচাতে, ওরে ওরে |
তারে....
Song details
Song -এক অচিন পাখি উড়ে উড়ে এল
Singers - Anup Ghoshal
Lyrics - Tapan Sinha
Lyrics
এক অচিন পাখি উড়ে উড়ে এল
বুকের ভাঙা খাঁচাতে, ওরে ওরে |
তারে যতন করে করে রাখব ধরে ধরে
এ প্রাণ বাঁচাতে রে দাদা |
পাখির আঁখি আকাশপানে
মনের আসা যাওয়া সেখানে গো,
এখন খালি খাঁচা কেমনে রাখি
পাখি উড়ে গেলরে দাদা নিরুদ্দেশেতে |
………………………
Song: Ek Achin Pakhi
Artist: Anup Ghoshal
Music Director: Tapan Sinha
Lyricist: Tapan Kumar Sinha
Filmstar: Monoj Mitra, Dipankar Dey, Rabi Ghosh, Biplab Chatterjee, Madhabi Mukherjee
Director: Tapan Singha