একা একা কেন ভালো লাগে না
কোন কাজে মন কেন বসে না
আমার কি হতে কি হয়ে গেলো
আমি নিজেই....
Song details
Lyrics
একা একা কেন ভালো লাগে না
কোন কাজে মন কেন বসে না
আমার কি হতে কি হয়ে গেলো
আমি নিজেই তো কিছুই বুজি না
হ ও ও ও ও ও ও
একা একা কেন ভালো লাগে না
কোন কাজে মন কেন বসে না
আমার কি হতে কি হয়ে গেলো
আমি নিজেই তো কিছুই বুজি না
হ ও ও ও ও ও ও
একা একা কেন ভালো লাগে না
আ– হাঁ– আ —হাঁ —
আ আ আ আ আ আ
মেঘ যদি ডাকে উতলা হয়ে
ময়ূরী নাচে ও ও ও
মন খুজে যাকে সে কেন আজো আড়ালে আছে
উজাড় করে দিব সবই তারই কাছে হো ও…
উজাড় করে দিব সবই তারই কাছে হো ও…
মৌবনে মৌমাছি কেন আসে না না না
একা একা কেন ভালো লাগে না
কোন কাজে মন কেন বসে না
আমার কি হতে কি হয়ে গেলো
আমি নিজেই তো কিছুই বুজি না
হ ও ও ও ও ও ও
একা একা কেন ভালো লাগে না
নীর হারা পাখী
সোহাগে প্রেমের উজানে মাতে হো ও ও
পথ চেয়ে থাকি গোপনে কেহ ধরে না হাতে
স্বপ্ন দেখে চলি প্রতি দিবস রাতে হো ও ও
স্বপ্ন দেখে চলি প্রতি দিবস রাতে হো ও ও
ঝর ঝর ঝর্ণা মন কেউ নিলো না না না
একা একা কেন ভালো লাগে না
কোন কাজে মন কেন বসে না
আমার কি হতে কি হয়ে গেলো
আমি নিজেই তো কিছুই বুজি না
হ ও ও ও ও ও ও
একা একা কেন ভালো লাগে না
Eka Eka Keno Bhalo Lagena Lyrics:
Eka eka keno valo lage na
kono kaje mon keno boshe na
amar ki hote ki hoye gelo
ami nijei to kichui bujhi na
Megh jodi dake utola hoye
moyuri nache ho o….
mon khuje jake se keno ajo arale ache
Ujar kore dibo sobi tari kache (ho o…)
moubone moumachi keno ashe na||
Shopno dekhe choli proti dibosh rate
jhor jhor jhorna mon keu nilo na||
…………………………
Song: Eka Eka Keno Bhalo Lagena
Movie Name : The Rain (1977)
Cast : Olivia and Wasim
Singer : Runa Laila
Lyricist : Gazi Mazharul Anwar
Music by : Anwar Parvez
Produced & Directed by : S.M. Shafi