একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো....
Song details
Lyrics
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো
এ জীবন তবু কিছু না কিছু পেত
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো
যদি এমন হতো একটি কথা
আমায় বলে কেউ ভেঙ্গে দিত সব নীরবতা
যদি এমন হতো একটি কথা
আমায় বলে কেউ ভেঙ্গে দিত সব নীরবতা
এ জীবন তবু কিছু না কিছু পেত
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো
যদি এমন হতো একটি শ্রাবণ
আমায় কাঁদিয়ে বলে যেত সে
এই তো মরণ
যদি এমন হতো একটি শ্রাবণ
আমায় কাঁদিয়ে বলে যেত সে
এই তো মরণ
এ জীবন তবু কিছু না কিছু পেত
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো
এ জীবন তবু কিছু না কিছু পেত
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো
Ekbar Jodi Kewoo Bhalobasto Lyrics:
ekbar jodi keu valobashto
amar noyon duti jole vashto
ar valobashto
e jibon tobu kishu na kishu peto||
jodi emon hoto ekti kotha
amay bole keu venge dito
sob nirobota
e jibon tobu kishu na kishu peto||
jodi emon hoto ektu srabon
amay kadiye bole jeto se
eito moron
e jibon tobu kishu na kishu peto
…………………..
গান: একবার যদি কেউ ভালোবাসতো
শিল্পীঃ সৈয়দ আব্দুল হাদী ও সামিনা চৌধুরী
অ্যালবামঃ জন্ম থেকে জ্বলছি
সুরকারঃ আলাউদ্দিন আলী
গীতিকারঃ আমজাদ হোসেন