একদিন ছুটি হবে অনেক দূরে যাবো
নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো।।
যেখানে থাকবে না কোন বাধন
থাকবে....
Song details
Song -একদিন ছুটি হবে
Singers - Sabina Yasmin
Lyrics -
Lyrics
একদিন ছুটি হবে অনেক দূরে যাবো
নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো।।
যেখানে থাকবে না কোন বাধন
থাকবে না নিয়মের কোন শাসন।
পাখি হয়ে উড়বো ফুল হয়ে ফুটবো।
পাতায় পাতায় শিশির হয়ে হাসি ছাড়াবো।।
একদিন ছুটি হবে
অজানা পথে অচিন দেশে
ঝরনা ধারা হয়ে যাবো ভেসে, হো… হো…