একদিন স্বপ্নের দিন
একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
এ জীবনে যেন আসে এমনই....
Song details
Lyrics
একদিন স্বপ্নের দিন
একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন
একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন
সেই ভাবনায়, ভাবি মনে হয়
দু’টি নয়নেতে ঘোর বর্ষা নামে
সেই ভাবনায়, ভাবি মনে হয়
দু’টি নয়নেতে ঘোর বর্ষা নামে
আসে না ফাগুন, মনেতে আগুন
আসে না ফাগুন, মনেতে আগুন
এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়
কাটেনা আর দিন
একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
একদিন স্বপ্নের দিন
একদিন হঠাৎ হাওয়া
থামিয়ে আসা যাওয়া
প্রশ্নের জাল বুনে
শুরু হয় চাওয়া-পাওয়া
আজ শুধু পথ চাওয়া
বিরহের গান গাওয়া
ভাবনার নদী বুকে
উজানেতে তরী বাওয়া
শুধু সেই গান ভোলে অভিমান
চোখে অকারণ, ঘোর বর্ষা নামে
শুধু সেই গান ভোলে অভিমান
চোখে অকারণ, ঘোর বর্ষা নামে
আসে না ফাগুন, মনেতে আগুন
আসে না ফাগুন, মনেতে আগুন
এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়
কাটেনা আর দিন
একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
একদিন স্বপ্নের দিন
যদি এ পথ ধরে
আমার এ মনের ঘরে
চিঠি হয়ে অগোচরে
আসে কেউ চুপিসারে
চাঁদের ঐ আলো হয়ে
আসো মোর ভাঙা ঘরে
দেখা যায়, যায়না ছোঁয়া
যেন গান চাপা স্বরে
শুধু সেই গান ভোলে অভিমান
চোখে অকারণ, ঘোর বর্ষা নামে
শুধু সেই গান ভোলে অভিমান
চোখে অকারণ, ঘোর বর্ষা নামে
আসে না ফাগুন, মনেতে আগুন
আসে না ফাগুন, মনেতে আগুন
এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়
কাটেনা আর দিন
একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন
সেই ভাবনায়, ভাবি মনে হয়
দু’টি নয়নেতে ঘোর বর্ষা নামে
সেই ভাবনায়, ভাবি মনে হয়
দু’টি নয়নেতে ঘোর বর্ষা নামে
আসে না ফাগুন, মনেতে আগুন
আসে না ফাগুন, মনেতে আগুন
এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়
কাটেনা আর দিন
একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন
Ekdin Swapner Din Lyrics:
Ekadin shapner din
ekadin shapner din, bedanar barna bihin
ekadina sbapnera dina, bedanara barna bihin
e jibane yena ase emanai shapner din
ekadina shapner din, bedanar barna bihin
e jibane yena ase emanai sbapner din
se’i bhabanaya, bhabi mane haya
du’ṭi nayanete ghora barsa name
sei bhabanay, bhabi mane haya
du’ṭi nayanete ghora barsa name
ase na phagun, manete agun
ase na phagun, manete agun
eman biraha jalay, smritir melay
kaṭena ar din
ekadin shapner din,
bedanar barna bihin
ekadin shapner din
ekadin haṭhaṯ haoya
thamiye asa yaoya
praśnera jala bune
śuru hay chaoya-paoya
aja śudhu patha caoya
birahera gana gaoya
bhabanar nadi buke
ujanete tari baoya
śudhu sei gan bhole abhiman
cokhe akaran, ghor barsa name
śudhu sei gan bhole abhiman
cokhe akaran, ghor barsa name
ase na phagun, manete agun
ase na phagun, manete agun
eman birah jalay, smritir melay
kaṭena ar din
ekadina sbapnera dina, bedanara barna bihina
ekadina sbapnera dina
yadi e path dhare
amar e maner ghare
ciṭhi haye agocare
ase keu cupisare
chader oi alo haye
aso mor bhaṅga ghare
dekha yaya, yayana choya
yena gan chapa shuare
śudhu sei gan bhole abhiman
cokhe akaran, ghor barsha name
śudhu sei gan bhole abhiman
cokhe akaran, ghor barsha name
ase na phagun, manete agun
ase na phaguna, manete aguna
eman biraha jhalay, smritir melay
kaṭena ar din
ekadina sbapnera dina, bedanara barna bihina
ekadina sbapnera dina, bedanara barna bihina
e jibane yena ase emana’i sbapnera dina
sei bhabanay, bhabi mane hay
duṭi nayanete ghor barsa name
sei bhabanay, bhabi mane hay
duṭi nayanete ghor barsa name
ase na phaguna, manete agun
ase na phagun, manete agun
eman birah jalay, smritir melay
kaṭena ar din
ekadin shapner din, bedanar barna bihin
ekadina shapner din, bedanar barna bihin
e jibane yena ase emanai shapner din
e jibane yena ase emanai shapner din
…………………………..
Song : Ekdin Swapner Din
Singer : Nachiketa & Shikha Basu
Movie : Hathat Brishti
Lyric : Nachiketa
Tune & Music : Nachiketa Chakraborty