এমনি করে যদি চলতে পারি
এমনি করে গান গাইতে পারি
এমনি করে যদি বলতে পারি
তোমায় ভালবেসেছি....
Song details
Song -এমনি করে যদি চলতে পারি
Singers - Tarun Banerjee & Haimanti Sukla
Lyrics - Tapan Sinha
Lyrics
এমনি করে যদি চলতে পারি
এমনি করে গান গাইতে পারি
এমনি করে যদি বলতে পারি
তোমায় ভালবেসেছি |
এ জীবনের যত কথা — গান হয়ে আকাশে ছড়ায়
এ জীবনের যত ব্যথা– দূর হয়ে যায় সুরের ছোঁয়ায়
সব ছেড়ে হায় কোন সাঁঝের বেলায় তোমার কাছে এসেছি |
কেউ বলে বড় ভুল করেছি
মোরা বলি সব ভুল ভেঙ্গেছি
কেউ বলে ঘরে থাকা ছিল যে ভাল
মোরা বলি সব বাধা ভেঙ্গে ফেল….
যত হাসি যত গান হবে না তো কভু ম্লান
তাইতো দুয়ার ভেঙ্গেছি |
……………………….
Song : Emni Korei Jodi Cholte Pari
Movie : Harmonium (1976)
Artist : Tarun Banerjee, Haimanti Sukla
Lyricist : Tapan Kumar Sinha
Music Director : Tapan Sinha
Director : Tapan Singha
Star Cast : Arundhati Debi, Asit Baran, Anil Chatterjee, Arati Bhattacharya