এস খেলি প্রেম প্রেম খেলা
হোক শ্রাবণের দিন তবু মনে করো
এ তো ফাগুনের বেলা। ....
Song details
Song -এস খেলি প্রেম প্রেম খেলা
Singers - Manjula Sengupta
Lyrics - Gauri Prasanna Mazumder
Lyrics
এস খেলি প্রেম প্রেম খেলা
হোক শ্রাবণের দিন তবু মনে করো
এ তো ফাগুনের বেলা।
এই খেলায় নেই ব্যথা নেই অনুশোচনা
ভেবে নাও গ্রীষ্মের রৌদ্রটা জ্যোছনা
সেই মণে মনে মনে তোমাতে আমাতে
বেয়ে যাই বেয়ে যাই স্বপ্নের ভেলা।
কাক যদি ডেকে ডেকে বিষে ভবে দুটি প্রাণ।
ভেবে নিতে হবে সে তো কোকিলের কুহু তান।
সেই ক্ষণে তুমি আনি দুজনেই রয়েছি
হাতে হাত চোখে চোখ মেলা।
জুলিয়েট ভেবে মোরে তুমি হও রোমিও
বিরহের ঝটকায় কভু নাহি দমিও
বেশ লাগে মাঝে মাঝে ঝাল ঝাল টক নুন।
অনুরাগে কিছু অবহেলা।
……………………….
Song : Eso kheli prem prem khela
Film : Bhanu Pelo Lottery
Lyrics : Gouriprasanna Majumdar
Music : Nachiketa Ghosh
Singer : Manjula Sengupta