এসো দয়াল আমায় পার কর ভবের ঘাটে।
দেখে ভবনদীর তুফান
ভয়ে প্রাণ কেঁপে....
Song details
Song -এসো দয়াল আমায় পার কর ভবের ঘাটে
Singers - Chandana Majumdar
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
এসো দয়াল আমায় পার কর ভবের ঘাটে।
দেখে ভবনদীর তুফান
ভয়ে প্রাণ কেঁপে ওঠে।।
পাপ পুণ্য যতই করি
ভরসা কেবল তোমারি।
তুমি যার হও কাণ্ডারি
ভব ভয় তার যায় ছুটে।।
সাধনার বল যাদের ছিল
তারাই কূল কিনারা পেল।
আমার দিন অকাজেই গেল।
কি জানি হয় ললাটে।।
পুরাণে শুনেছি খবর
পতিত পাবন নাম তোর।
লালন বলে আমি পামর
তাইতে দোহাই দেই বটে।।