গানের সাথি আছে আমার সুরের সেতু-পারে।
তা’রি আশায়....
Song details
Song -গানের সাথি আছে আমার সুরের সেতু-পারে | GANER SATHI ACHHE AMAR
Singers - Madhabi Dasgupta
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
গানের সাথি আছে আমার সুরের সেতু-পারে।
তা’রি আশায় গানের ভেলা ভাসাই পারাবারে।।
জানি জানি আমার এ সুর
পাবেই পাবে চরণ বঁধুর
ঐ ভেলাতে আসবে বঁধু গভীর অন্ধকারে।।
ঘুমে যখন মগ্ন সবাই বন্ধু আমার আসে
ফুলের মতন সুরগুলি তার মুখ চেয়ে’হাসে।
উদ্দেশে তার গানগুলি মোর
যায় ভেসে যায় নেশায় বিভোর
যেমন ক’রে ছায় গো তপন চাঁদের অধিকারে।।