গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা
হাপুর হুপুর ডুব পাড়িলে।
Song details
Song -গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা
Singers - Shahnaz Belly
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা
হাপুর হুপুর ডুব পাড়িলে।
এবার মজা যাবে বোঝা
কার্তিকের উলানির কালে।।
কুতবি যখন কফের জ্বালায়
তাবিজ তাগা বাঁধবি গলায়।
তাতে কি রোগ হবে ভালাই
মস্তকের জল শুষ্ক হলে।।
বাইচালা দেয় ঘড়ি ঘড়ি
ডুব পারিস কেন তাড়াতাড়ি।
প্রবল হবে কফের নাড়ি
যাতে হানি জীবনমূলে।।
ক্ষান্ত দে রে ঝাঁপই খেলা
শান্ত হরে ও মনভোলা।
লালন কয় আছে বেলা
দেখলি নারে চক্ষু মেলে।।