হীরা মতি জহুরা কোটিময়।
সে চাঁদ লক্ষ করে যোজন ফাঁকে রয়
কোটি চন্দ্র....
Song details
Song -হীরা মতি জহুরা কোটিময়
Singers - Kartik Das Baul
Lyrics - Fakir Lalon Shah

For more details click here
Lyrics
হীরা মতি জহুরা কোটিময়।
সে চাঁদ লক্ষ করে যোজন ফাঁকে রয়
কোটি চন্দ্র কোটিময়।।
ঊনকোটি দেবতা সঙ্গে আছে গাঁথা
ব্রহ্মা বিষ্ণু শিব নারায়ণ জয় জয় জয়।
যে জন শুদ্ধ সাধক হয় সে চাঁদ দেখিতে পায়
সে জন মৃণাল ধরে উজান ধায়।।
ষড়চক্র পরে আছে আদি বিধান তার
পূর্ণ করে ষোলকলা ভেদ করে সপ্ততলা,
তার উপরে বসে কালা মধু করে পান।
সে চাঁদ পাতালে উদয় ভূমন্ডলে
সে চাঁদ মহেন্দ্র যোগে দেখা যায়।।
নবলক্ষ ধেণু চরায় রাখালে
চাঁদের খবর সেই জানে।
চাঁদ ধরেছে বৃন্দাবনে শ্রীরাধার কমলে,
ভান্ড ভেঙ্গে ননী খায় গোপালে।
লালনের ফকিরি করা নয় ফিকিরি
দরবেশ সিরাজ সাঁই যদি ছায়া দেয়।।