যাক না উড়ে, যাক না উড়ে
যদি বনের পাখি, যদি বনের পাখি
পোষ....
Song details
Song -যাক না উড়ে
Singers - Milon Mahmood
Lyrics - Sohel Arman
Lyrics
যাক না উড়ে, যাক না উড়ে
যদি বনের পাখি, যদি বনের পাখি
পোষ না মানে, মনেরই ঘরে
যাক না উড়ে, যাক না উড়ে
তবু তারে রাখিস ধরে
হৃদয় জুড়ে যতন করে
পাখি তোরেই বাসবে ভালো
আসবে ফিরে, আসবে ফিরে
কাছে থাকলে বুঝবি কিরে
ওরে অবুঝ মন
এক দূরবীন দূরে গেলে
চিনবি আপনজন
তবু তারে রাখিস ধরে
হৃদয় জুড়ে যতন করে
পাখি তোরেই বাসবে ভালো
আসবে ফিরে, আসবে ফিরে
মায়ার জালে ঘুরবি মিছে
একা হবি যখন
এক আসমান উড়ে যাবে
মেঘলা রংঙের মন
তবু তারে রাখিস ধরে
হৃদয় জুড়ে যতন করে
পাখি তোরেই বাসবে ভালো
আসবে ফিরে, আসবে ফিরে
…………………..
Song: Jaak Na Ure | যাক না উড়ে
Singer: Milon Mahmood | মিলন মাহমুদ
Lyrics: Sohel Arman
Tune & Music: Habib Wahid