জাদুভরা ঐ বাঁশী বাজালে কেন
খোঁপাটি দোপাটী ফুল সাজালে কেন
ও দুলালি মন ভুলালী
একফালি বাঁকা চাঁদ উঠেছে দেখ
গরবী করবী....
Song details
Song -জাদুভরা ঐ বাঁশী বাজালে কেন
Singers - Hemanta Mukherjee & Geeta Dutt
Lyrics - Gauri Prasanna Mazumder
Lyrics
জাদুভরা ঐ বাঁশী বাজালে কেন
খোঁপাটি দোপাটী ফুল সাজালে কেন
ও দুলালি মন ভুলালী
একফালি বাঁকা চাঁদ উঠেছে দেখ
গরবী করবী ওই ফুটেছে দেখ
ঝিরিঝিরি হাওয়ায় আনমনে ঝাউয়ের ঝালর ঐ দোলে
রিনিকি ঝিনিকি বাজে লাজুক কাঁকন চরণে নুপূর সুর তোলে
ঝিকিমিকি তারা ভরা এ রাতে শুনি
কে যেন কহিছে পিউ কাঁহা
রয়েছি কাছে তবু দেখনি যেন
কত ঢং জানো তুমি আহা
…………………………
Song : Jadu Bhara Oi Banshi Bajale Keno
Movie : Sathi Hara (1961)
Artist : Hemanta Mukherjee, Geeta Dutt
Music Director : Hemanta Mukherjee
Lyricist : Gouri Prasanna Majumdar
Director : Sukumar Dasgupta
Starcast : Uttam Kumar, Mala Sinha, Tarun Kumar