জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো,
তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে....
Song details
Song -জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো | JAGO JOGMAYA JAGO MRINAMAYI
Singers - K Mullick
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো,
তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মা গো।।
বরষ বরষ কৃথা কেঁদে যাই
কৃথাই মা তোর আগমনী গাই
সেই কবে মা আসিলি ত্রেতায় আর আসিলি না গো।।
কোটী নয়নের নীল পদ্ম মা ছিঁড়িয়া দিলাম চরণে তোর,
জাগিলিনে তুই, এলিনে ধরায় মা কবে হয় হেন কঠোর।
দশ ভুজে দশ গ্রহরণ ধরি’
আয় মা দশ দিক আলো করি’
দশ হাতে আন্ কল্যাণ ভরি’ নিশীথ-শেষে ঊষা গো।।