জানিনা এ মালা কার গলে পরাব
আর মন ভরাব।
এই মধু মাসে,
যদি বঁধু....
Song details
Song -জানিনা এ মালা কার গলে পরাব
Singers - Sandhya Mukhopadhyay
Lyrics - Gauri Prasanna Mazumder
Lyrics
জানিনা এ মালা কার গলে পরাব
আর মন ভরাব।
এই মধু মাসে,
যদি বঁধু আসে
পায়ে তার এ মালার ফুল ঝরাব।
এ তো মালা নয় মন মোর
দেব গো যারে
সে যে রয় অলখে,
আঁখির পলকে তার স্বপন ঝলকে।
একি দোলা জাগে…
আজ অনুরাগে,
আঁখিছায়ায়,আবেশের রঙ ছড়াবো।
…………………………
Song : Janina Ey Mala Kar Gole Porabo
Movie : Debi Malini (1955)
Artist : Sandhya Mukherjee
Tune : Robin Chatterjee
Lyricist : Gouri Prasanna Majumdar