যে অতিথি এসেছিল মোর এই দ্বারে
পারিনি তো এত করে ঠাঁই দিতে তারে,
Song details
Song -যে অতিথি এসেছিল মোর এই দ্বারে
Singers - Sandhya Mukhopadhyay
Lyrics - Gauri Prasanna Mazumder
Lyrics
যে অতিথি এসেছিল মোর এই দ্বারে
পারিনি তো এত করে ঠাঁই দিতে তারে,
মনের কথাটি মোর হল যেন মেঘে ঢাকা চাঁদ।
যে মালা গেঁথেছি তারে পরাতে,
ফুলগুলি জানি তার হবে ঝরাতে।
কে আমায় বলে দেবে কোন পথে যাবো,
কোথা গেলে এতটুকু সান্ত্বনা পাবো..
সহিতে হবে হে তবু সীমাহীন এই অবসাদ।
…………………………
Song: Je Othithi Esechilo Mor Ei Dhaare
Film Title: Onnishonskar
Artist: Sandhya Mukhopadhyay
Music Director: Hemanta Mukherjee
Lyricist: Gauriprasanna Mazumder