ঝড়-ঝঞ্ঝার ওড়ে নিশান, ঘন-বজ্রে বিষাণ বাজে।
জাগো জাগো তন্দ্রা-অলস রে, সাজো সাজো রণ-সাজে।।
Song details
Song -ঝড়-ঝঞ্ঝার ওড়ে নিশান, ঘন-বজ্রে বিষাণ বাজে | JHAR JHANJHAR ORE NISHAN
Singers - Santosh Kumar Das
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
ঝড়-ঝঞ্ঝার ওড়ে নিশান, ঘন-বজ্রে বিষাণ বাজে।
জাগো জাগো তন্দ্রা-অলস রে, সাজো সাজো রণ-সাজে।।
দিকে দিকে ওঠে গান, অভিযান অভিযান!
আগুয়ান আগুয়ান হও ওরে আগুয়ান
ফুটায়ে মরুতে ফুল-ফসল।
জড়ের মতন বেঁচে কি ফল? কে র’বি প’ড়ে লাজে।।
বহে স্রোত জীবন-নদীর, চল চঞ্চল অধীর,
তাহে ভাসিবি কে আয়, দূর সাগর ডেকে যায়।
হ’বি মৃত্যু-পাথার পার, সেথা অনন্ত প্রাণ বিরাজে।।
পাঁওদল্ রণে চল্, চল্ রণে চল্
পাঁওদল আগে চল্, চল্ রণে চল্
মরুতে ফোটাতে পারে ওই পদতল প্রাণ-শতদল।
বিঘ্ন-বিপদে করি’ সহায়
না-জানা পথের যাত্রী আয়,
স্থান দিতে হবে আজি সবায়, বিশ্ব-সভা-মাঝে।।
- কেন ডুবলি না মন গুরুর চরণে |Keno Dubli Na Mon Gurur Chorone
- আছে যার মনের মানুষ মনে তোলা | Ache Jar Moner Manush Mone Tula
- অমৃতের সাগরে আমি যাব যাব রে |Amriter Sagore Ami Jabo Re
- আকুল কেশে আসে, চায় ম্লাননয়নে | Aakul Keshey Aashey
- আঁধার রাতে কে গো একেলা | ANDHAR RATE KE GO EKELA
- আসিয়া কাছে গেলে ফিরে | ASIYA KACHHE GELE PHIRE