ঝিরি ঝিরি পিয়ালের ঠাণ্ডা ছায়াতে আজ
বন ময়ুরের নাচ দেখতে যাব,
লাল লাল....
Song details
Song -ঝিরি ঝিরি পিয়ালের ঠাণ্ডা ছায়াতে আজ
Singers - Sandhya Mukhopadhyay
Lyrics - Nachiketa Ghosh
Lyrics
ঝিরি ঝিরি পিয়ালের ঠাণ্ডা ছায়াতে আজ
বন ময়ুরের নাচ দেখতে যাব,
লাল লাল শিমুলের অনুরাগে ভরা রঙ
অন্তরে আজ আমি কুড়িয়ে পাব
আকাশের নীল সীমা ছাড়িয়ে
খেয়ালী এ মন যাক হারিয়ে,
ঝিম্ ঝিম্ নেশা লাগা ভ্রমরের মত আজ
মহুল আর মহুয়ার মধু যে খাব।
ওগো বউ কথা কও
তুমি মিছেই শুধাও,
আমি নিজেই জানিনা মোর ময়ুরপঙ্খী মন
কোথায় উধাও।
কৃষ্ণচূড়ার কুঁড়ি কুড়ায়ে
হাওয়ায় আঁচল দেব উড়ায়ে,
নীলকণ্ঠের সুরে কণ্ঠ মিলায়ে আজ
সারাবেলা শুধু গান যে গাব
…………………………
Song :- Jhiri Jhiri Piyaler
Film :- Trijama
Artist :- Sandhya Mukherjee
Music Director :- Nachiketa Ghosh
Lyricist :- Gauriprasanna Mazumder