ঝরা ফুলে মুখ ঢেকে চেনা পথ দেয় হাতছানি,
মোর মধু-স্মৃতি লয়ে আজও
পাখী বাঁধে নীড়খানি। ....
Song details
Song -ঝরা ফুলে মুখ ঢেকে চেনা পথ দেয় হাতছানি
Singers - Manabendra Mukherjee
Lyrics - Gauri Prasanna Mazumder
Lyrics
ঝরা ফুলে মুখ ঢেকে চেনা পথ দেয় হাতছানি,
মোর মধু-স্মৃতি লয়ে আজও
পাখী বাঁধে নীড়খানি।
সবই আছে সেদিনের।
আমি শুধু নাই,
ব্যথাভরা এ কথারে সুর দিয়ে যাই।।
মাধবী বনের ছায়া আজও হায় ডাকে…
চাঁদ তারা মোর পানে চেয়ে চেয়ে থাকে।
ভুলেছি যে গান তারে
কোথা খুঁজে পাই।
আমি শুধু নাই।
আশার সমাধি পাশে সুখ-স্মৃতি কাঁদে,
আলোরে ভুলিয়া মন ছায়া বুকে বাঁধে…
হারালো যে দিন তারে
কেমনে ফিরাই।
…………………………
Song : Jhora Phoole Mukh Dheke
Movie : Dujonay
Artist : Manabendra Mukherjee
Lyricist : Gauriprasanna Mazumder