জন্ম থেকে জ্বলছি মাগো
আর কতদিন বলো সইবো
এবার আদেশ করো, তুমি আদেশ করো
ভাঙনের খেলা খেলবো
জন্ম থেকে জ্বলছি মাগো,....
Song details
Lyrics
জন্ম থেকে জ্বলছি মাগো
আর কতদিন বলো সইবো
এবার আদেশ করো, তুমি আদেশ করো
ভাঙনের খেলা খেলবো
জন্ম থেকে জ্বলছি মাগো, জ্বলছি মাগো
আমার এ ব্যথা ভরা গান
ফুল পাখি নিয়ে নয়
দুঃখের আগুনে পোড়া প্রাণ
শুধু কেঁদে কেঁদে কয়
ও মা তোমার ভাঙা সংসার
কবে যে সুখে ভরে তুলবো
জন্ম থেকে জ্বলছি মাগো, জ্বলছি মাগো
আমি তো দেখিনি আলো
জীবনে কোনদিন
এত আশা ভালোবাসা
আঁধারে হল মলিন
দিন চলে যায়, দাও বিদায়
সময় হলেই ফিরে আসবো
জন্ম থেকে জ্বলছি মাগো
আর কতদিন বলো সইবো
এবার আদেশ করো, তুমি আদেশ করো
ভাঙনের খেলা খেলবো
জন্ম থেকে জ্বলছি মাগো, জ্বলছি মাগো
…………………………
Song: Jonmo Theke Jolchi Mago
Cast: Bulbul Ahmed & Bobita
Singer: Syed Abdul Hadi/Sabina Yasmin
Lyricist: Amjad Hossain
Music: Alauddin Ali
Movie: Jonmo Theke Jolchi (1982)