কাদের কুলের বউ গো তুমি
কাদের কুলের বউ
যমুনায় জল আনতে যাচ্ছো-
সঙ্গে নেই তো কেউ ....
Song details
Song -কাদের কুলের বউ গো তুমি
Singers - Lal Chand Boral
Lyrics - Ramnidhi Gupta
Lyrics
কাদের কুলের বউ গো তুমি
কাদের কুলের বউ
যমুনায় জল আনতে যাচ্ছো-
সঙ্গে নেই তো কেউ
যাচ্ছো তুমি হেসে হেসে
কাঁদতে হবে অবশেষে
আর কলসী তোমার যাবে ভেসে
ওই লাগলে জলের ঢেউ
লাগলে প্রেমের ঢেউ
ম্যাডাম হুজ ফ্যামিলি বিলংস টু
গোয়িং টু ব্রিং যমুনা ওয়াটার
নো ওয়ান উইথ ইউ
গোয়িং আর ইউ লাফিং লাফিং
ইউ উইল রিটার্ন ক্রাইং ক্রাইং
ডাউন দি পিচার উইল বি গোয়িং
ওয়েভ অফ লাভ অ্যাট ইউ
কাদের কুলের বউ গো তুমি
কাদের কুলের বউ
যমুনায় জল আনতে যাচ্ছো-
সঙ্গে নেই তো কেউ
…………..
Kader Kuler Bou Go
তুমি কাদের কুলের বউ (১৯০৪)
পুরাতনী গান
রাগ : ভৈরবী, তাল : দাদ্রা
কথা ও সুর : রামনিধি গুপ্ত
শিল্পী : লালচাঁদ বড়াল