আ আ উ উ আ আ উ উ
কেউ গায়ক হয়ে যায়
কেউ কবি হয়ে যায়
কেউ যোগী হয়ে যায়
তোমাকে....
Song details
Lyrics
আ আ উ উ আ আ উ উ
কেউ গায়ক হয়ে যায়
কেউ কবি হয়ে যায়
কেউ যোগী হয়ে যায়
তোমাকে দেখে।।
তুমি তো জানো না
খবরও রাখো না
শিল্পী করেছো আমাকে।
কেউ গায়ক হয়ে যায়
কেউ কবি হয়ে যায়
কেউ যোগী হয়ে যায়
তোমাকে দেখে।
তোমার পথের ধারে,
কত আশা করে,
কতদিন যে থাকি দাঁড়িয়ে।।
যদি মনের ভুলে
ঐ চোখটা তুলে
দেখ একটি বার তাকিয়ে
তুমি তো জানো না
খবরও রাখো না
শিল্পী করেছো আমাকে।
কেউ গায়ক হয়ে যায়
কেউ কবি হয়ে যায়
কেউ যোগী হয়ে যায়
তোমাকে দেখে।
তোমায় দেখে দেখে,
ছবি এঁকে এঁকে,
আমি সাজাই দু’চোখে আমার।।
কোথায় রঙ লাগেনি
কোথায় ভাব জাগেনি
দেখে বলনা একটি বার।
তুমি তো জানো না
খবরও রাখো না
শিল্পী করেছো আমাকে
কেউ গায়ক হয়ে যায়
কেউ কবি হয়ে যায়
কেউ যোগী হয়ে যায়
তোমাকে দেখে।
তুমি তো জানো না
খবরও রাখো না
শিল্পী করেছো আমাকে।
কেউ গায়ক হয়ে যায়
কেউ কবি হয়ে যায়
কেউ যোগী হয়ে যায়
তোমাকে দেখে।
…………………………
Song: Kai Gayak Hoya Jay
Album: Tomar Naam Likhe Debo
Artist: Bappi Lahiri
Music Director: Bappi Lahiri
Lyricist: Pulak Banerjee