কাঁকন বিনা সুন্দরীর হাত
যেমন ফাঁকা লাগে
তুমি বিনা আমার ঘর
তেমন ফাঁকা লাগে
কাজল বিনা নারীর আঁখি....
Song details
Song -কাঁকন বিনা সুন্দরীর হাত
Singers - Bappi Lahiri
Lyrics - Pulak Bandyopadhyay
Lyrics
কাঁকন বিনা সুন্দরীর হাত
যেমন ফাঁকা লাগে
তুমি বিনা আমার ঘর
তেমন ফাঁকা লাগে
কাজল বিনা নারীর আঁখি
মানায় না যেমন
তুমি বিনা মানায় না
তেমন আমার মন
বন্ধু তুমি তোলো যদি
পদ্ম হয়ে রই
পোষো যদি ময়না হয়ে
কৃষ্ণকথা কই
কণ্ঠে তোমার কণ্ঠী হতে
আমার যে সাধ জাগে
বন্ধু যদি দাঁতে কাটো
মৌরি হয়ে রই
ঠোঁটে যদি ছোঁয়া পাবে
পানের রস হই
শীতের বসন হবো তোমার
হিম ঝরানো মাঘে
………………………….
Song: Kakan Bina Sundarir Hath
Singer: Bappi Lahiri
Lyricist: Pulak Bandyopaddhay