কাল কাটালি কালের বশে
এ যে যৌবন কাল কামে চিত্ত কাল
কোন কালে....
Song details
Song -কাল কাটালি কালের বশে | Kal Katali Kaler Bose
Singers - Baul Sahabul
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
কাল কাটালি কালের বশে
এ যে যৌবন কাল কামে চিত্ত কাল
কোন কালে তোর হবে দিশে।।
যৌবনকালের কালে রঙে দিলি মন
দিনে দিন হারা হলি পিতৃ ধন।
গেল রবির জোর আঁখি হলো ঘোর
কোনদিন ঘিরবে মহাকাল এসে।।
যদের সঙ্গে রঙে মেতে র’লি চিরকাল
কালাকালে তারাই হলো কাল।
জান না কার কি গুণপনা
ধনীর ধন গেল সব রিপুর বশে।।
বাদী ভেধী বিবাদী সদাই
সাধন সিদ্ধি করিতে না দেয়।
নাটের গুরু হয় লালস মহাশয়
ডুরি দাও রে লালন লোভ লালসে।।