কালো জল ঢালিতে সই চিকন কালারে পড়ে মনে।
কালো মেঘ দেখে শাওনে সই পড়্ল মনে কালো....
Song details
Song -কালো জল ঢালিতে সই
Singers - Siddheshwar Mukhopadhyay
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
কালো জল ঢালিতে সই চিকন কালারে পড়ে মনে।
কালো মেঘ দেখে শাওনে সই পড়্ল মনে কালো বরণে।।
কালো জলে দীঘির বুকে
কালায় দেখি নীল-শালুকে
(আমি) চম্কে উঠি, ডাকে যখন কালো কোকিল বনে।।
কল্মিলতার চিকন পাতায় দেখি আমার শ্যামে লো
পিয়া ভেবে দাঁড়াই গিয়ে পিয়াল গাছের বামে লো।
উড়ে গেলে দোয়েল পাখি
ভাবি কালার কালো আঁখি
আমি নীল শাড়ি পরিতে নারি কালারি কারণে লো কালারি কারণে।।