কান্দো কেনে মন রে,
আঁধার আলোর এই যে খেলা
এই তা জীবন রে।
সূয্যি....
Song details
Song -কান্দো কেনে মন রে আঁধার আলোর এই যে খেলা
Singers - Hemanta Mukherjee
Lyrics - Gauri Prasanna Mazumder
Lyrics
কান্দো কেনে মন রে,
আঁধার আলোর এই যে খেলা
এই তা জীবন রে।
সূয্যি আছে চান্দা আছে…
কুসুমেতে ভোমরা নাচে,
গ্রীষ্ম আছে ফাগুন আছে
আছেরে শ্রাবণ।
আলতা আছে সিন্দুর আছে
কুসুমেতে ভোমরা নাচে,
ডাগর চোখের কাজলেতে
আছেরে স্বপন।
কান্না আছে আছে হাসি….
বুকে আছে শ্যামের বাঁশী,
চোখের মাঝে আছে ওরে
কাশী বৃন্দাবন।
…………………………
Song: Kando Keno Mon Re
Film Title: Asamapta
Artist: Hemanta Mukherjee
Lyricist: Gauriprasanna Mazumder