কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে।
এই হৃদয় চিরে যদি দেখানো যেতো,
আমি যে তোমার তুমি....
Song details
Lyrics
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে।
এই হৃদয় চিরে যদি দেখানো যেতো,
আমি যে তোমার তুমি মানতে,
সে কথা তুমি যদি জানতে।
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে।
ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম
যত দেখি তৃষ্ণা মিটে না,
যত দেখি তৃষ্ণা মিটে না।
ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে
হাসলে ঝরে পড়ে জোছনা,
হাসলে ঝরে পড়ে জোছনা।
আমি এই রূপ দেখে দেখে, মরতে পারি
তেমনি পারি ওগো বাঁচতে,
সে কথা তুমি যদি জানতে।
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে।
ওই কালো কেশ তুমি ছড়ালে যখন,
মেঘেরাও পেলো যেন লজ্জা,
মেঘেরাও পেলো যেনো লজ্জা।
আকাশের তারা গুলো বাসর সাজিয়ে দিলো
মধুময় হলো ফুলশয্যা,
মধুময় হলো ফুলশয্যা।
ওগো এই রাত কভু যদি শেষ না হতো
জীবন বেলার শেষ প্রান্তে,
সে কথা তুমি যদি জানতে।
কত যে তোমাকে বেসেছি ভালো,
সে কথা তুমি যদি জানতে।
এই হৃদয় চিরে যদি দেখানো যেতো,
আমি যে তোমার তুমি মানতে,
সে কথা তুমি যদি জানতে।
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে।
Kato Je Tomake Beshechhi Bhalo Lyrics:
Koto je tomake besechi bhalo
Se kotha tumi jodi jante
E hridoy chire jodi dekhano jeto
Ami je tomar tumi mante
Oi duti chokh jeno jole fota podmo
Joto dekhi trishna mete na
Bhiru duti baka thote purnima chand othe
Hasle jhore pore jochona
Ei rup dekhe dekhe morte pari
Temni paari ogo bachte
Koto je tomake beshechi bhalo
Se kotha tumi jodi jante
………………….
Song: Koto Je Tomake Beshechi Valo
Singer: Subir Nandi
Lyricist: Nazrul Islam Babu
Music: Ali Hossain
Movie: Usila (1986)
Director: Momtaz Ali