কত ফাগুনের মাধুরী জড়ায়ে
এলে ওগো অভিসারিনী।
কে বলে তোমায়....
Song details
Song -কত ফাগুনের মাধুরী জড়ায়ে
Singers - Shyamal Mitra
Lyrics - Gauri Prasanna Mazumder
Lyrics
কত ফাগুনের মাধুরী জড়ায়ে
এলে ওগো অভিসারিনী।
কে বলে তোমায় পারিনি চিনিতে পারিনি।
তুমি আমারই প্রাণের গভীরে
জাগালে নীরব কবিরে
অলখ বাঁধনে বাঁধতে আমায়
এলে ওগো মনোহারিনী।
কত প্রেরণার স্বপ্নে আমায় ভরেছো
তুমি যে আমায় তোমারই আপন করেছো
তুমি এ কোন আবেশে দুলায়ে
দিলে গো আমায় ভুলায়ে
সুখে দুঃখে তুমি চিরদিনই মোর
অন্তরলোক চারিনী।
………………….
Song : Kato Phaguner Madhuri
গান : কত ফাগুনের মাধুরী
Movie : Saharer Itikatha (1960)
Artist : Shyamal Mitra
Music Director : Robin Chatterjee
Lyricist : Gauri Prasanna Mazumder
Director : Bishu Dasgupta