কে গো তুমি ডাকিলে আমারে,
তারার প্রদীপ আকাশ পারে…
জ্বেলে দিয়ে যাও এ আঁধারে।
Song details
Song -কে গো তুমি ডাকিলে আমারে
Singers - Asha Bhosle
Lyrics - Gauri Prasanna Mazumder
Lyrics
কে গো তুমি ডাকিলে আমারে,
তারার প্রদীপ আকাশ পারে…
জ্বেলে দিয়ে যাও এ আঁধারে।
কত কথা কত সে সুরে
আজ আমায় ভরেছে,
এই ক্ষণে তুমি যে মোরে
কত মধুর করেছে।
চিনেছি যেন অজানারে।
না-বলা কথাটি যদি কোনদিন বুকে বাজে,
আমি মিশে রবো তবু
তোমার মাঝে।
কত আলো কত যে রঙে
এই ভুবন সাজালে….
তুমি যেন বাঁশীর সুরে
মোর এ গান বাজালে।
দেখেছি যেন অদেখারে।
…………………………
Song : Ke Go Tumi Dakile Amare
গান : কে গো তুমি ডাকিলে আমারে
Movie : Gali Thekey Rajpat (1959)
Artist : Asha Bhosle
Music Director : Sudhin Dasgupta
Lyricist : Gauri Prasanna Mazumder
Director : Prafulla Chakraborty