আছেন কোথায় স্বর্গপুরে
কেউ নাহি তার ভেধ....
Song details
Song -জিজ্ঞাসিলে খোদার কথা
Singers - Anusheh Anadil
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
আছেন কোথায় স্বর্গপুরে
কেউ নাহি তার ভেধ জানে।
কেন জিজ্ঞাসিলে খোদার কথা
দেখায় আসমানে।।
পৃথিবী গোলাকার শুনি
অহর্নিশি ঘোরে আপনি।
তাইতে হয় দিন-রজনী
জ্ঞানী গুনী তাই মানে।।
একদিকেতে নিশি হলে
অন্যদিকে দিবা বলে।
আকাশতো দেখে সকলে
খোদা দেখে কয়জনে।।
আপন ঘরে কে কথা কয়
না জেনে আসমানে তাকায়।
লালন বলে কেবা কোথায়
বুঝিবে দিব্যজ্ঞানে।।