কেন কাঁদে পরান কী বেদনায় কারে কহি
সদা কাপে ভীরু হিয়া রহি রহি ।।
সে সাথে থাকে....
Song details
Song -কেন কাঁদে পরান কী বেদনায় কারে কহি
Singers - Indrani Sen
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
কেন কাঁদে পরান কী বেদনায় কারে কহি
সদা কাপে ভীরু হিয়া রহি রহি ।।
সে সাথে থাকে নীল নভে আমি নয়ন জল সায়রে
সাতাশ তারার সতিন সাথে সে যে ঘুরে মরে
কেমনে ধরি সে চাঁদে রাহু নহি ।।
কাজল করি যারে রাখি গো আঁখি পাতে ,
স্বপনে যায় সে ধুয়ে গোপন অশ্রু সাথে ।
বুকে তায় মালা করি রাখিলে যায় সে চুরি
বাধিলে বলয় সাথে মালয়ায় যায় সে উড়ি
কি দিয়ে সে উদাসীর মন মোহি ।
(মিশ্র বেহাগ খাম্বাজ দাদরা )