কেউ ভোলে না কেউ ভোলে অতীত দিনের স্মৃতি।
কেউ দুখ লয়ে কাঁদে কেউ ভুলিতে গায় গীতি।।
কেউ....
Song details
Song -কেউ ভোলে না কেউ ভোলে
Singers - Firoza Begum
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
কেউ ভোলে না কেউ ভোলে অতীত দিনের স্মৃতি।
কেউ দুখ লয়ে কাঁদে কেউ ভুলিতে গায় গীতি।।
কেউ শীতল জলদে হেরে অশনির জ্বালা,
কেউ মুঞ্জুরিয়া তোলে তার শুষ্ক কুঞ্জ – বিথী।।
কেউ কমল – মৃণালে হেরে কাঁটা কেহ কমল।
কেউ ফুল দলি’ চলে, কেউ মালা গাঁথে নিতি।।
কেউ জ্বালে না আর আলো তার চির – দুখের রাতে,
কেউ দ্বার খুলি’ জাগে চায় নব, চাঁদের তিথি।।
গজল সঙ্গীত – ( মান্দ – কাহারবা )