কেউ নয় সাহেব বিবি
নয় কেউ গোলাম ভাই,
সবই যে তাসেরই খেল
এই আছে আর এই তো নাই
(কেন) ওরা পাবে....
Song details
Song -কেউ নয় সাহেব বিবি নয় কেউ গোলাম ভাই
Singers - Shyamal Mitra & Alpana Banerjee
Lyrics - Pranab Roy
Lyrics
কেউ নয় সাহেব বিবি
নয় কেউ গোলাম ভাই,
সবই যে তাসেরই খেল
এই আছে আর এই তো নাই
(কেন) ওরা পাবে সেলাম শুধু
তুমি আমি দয়াই পাই।
(বল) বকশিস চাইনা মালিক
হিসাবের পাওনা চাই।
ডর কেন তুফান দেখে
আশমান হবেই রে নীল,
বাঁকা চোরা পথে কেন
চোট খেয়ে হারাস রে দিল।
আঁখি দীপে দেনা জ্বেলে
হিম্মতেরই রোশনাই।
কালো ঐ মেঘের ফাঁকে
লুকিয়ে আছে রে ভোর,
সমুখের পথের বাঁকে
মিলবে মাণিক রে তোর।
দুনিয়ায় সবার মত
তোমার আমার আছে রে ঠাঁই।
…………………………
Song: Keu Noy Saheb Bibi
Film: Prithibi amare chay.
Lyrics: Pranab Roy.
Music Nachiketa Ghosh.
Singers: Alpana Bandyopadhyay & Shyamal Mitra