খেলা খেলা দিয়ে শুরু
খেলতে খেলতে শেষ
কেউ বলেছিল ছিঃ ছিঃ
কেউ বলেছিল বেশ
কেউ....
Song details
Lyrics
খেলা খেলা দিয়ে শুরু
খেলতে খেলতে শেষ
কেউ বলেছিল ছিঃ ছিঃ
কেউ বলেছিল বেশ
কেউ বেসেছিল ভালো
কেউ খুঁজেছিল আলো
কেউ আলো খুঁজে পায়নি বলেই
হয়তো নিরুদ্দেশ
কেউ বলেছিল আগে
কেউ বলেছিল পিছে
কেউ আগুপিছু বুঝতে না পেরে
খুঁজে মরেছিল মিছে
সাথী খুঁজে পেতে হবে
তবে শুরু হবে খেলা
একা একা সারা ফেরে সাথীহারা
কি হবে তাদের বেলা?
হেরে গেলো যারা কালো মুখ
জিতে যাওয়া দল আলো চোখ
Gallery-তে যারা রোদে-জলে সারা
তাদের সবার ভালো হোক
ফুরিয়ে এসেছে আলো
সবাই বলছে আসি
তবে কি শুনিনি বেজেছে কোথাও
খেলা ভাঙবার বাঁশি?
বাঁশি যতবার বাজে
শুরু, শেষ আর মাঝে
ততবার করে শুরু হয়
খেলা শেষ হতে চায় না যে
Khela Khela Diye Shuru Lyrics:
khela khela die shuru
khelte khelte shesh
keu balecil chhih chhih
keu balecil besh
keu basecil bhalo
keu khujesil alo
keu alo khuje pyani balei
hatto niruddesh
keu balecil ag
keu balecil piche
keu agupichu burute na pere
khuje mareoil miche
saathi khuje pete have
tave shuru have khela
eka eka sara fere sathihara
ki have tader bela
here gello yaara kalo mukh
jite yawa dal alo cough
Gallery-te yaara rodev-jale sara
tader sabar bhalo hok
furie asese alo
sawai balche aasi
tave ki shunini bejenge cothao
khela bhakhvar banshi
banshi yatavar baje
shuru shesh aar majhe
tatvar kare shuru has
khela shesh hate cha na ye
…………………………
Song: Khela Khela Diye Shuru(Slow)
Album Title: Khela
Artist: Srikanto Acharya
Music Director: Sanjay-Raja
Lyricist: Rituparno Ghosh
Filmstar: Prosenjit/Manisha Koirala/Raima Sen
Director: Rituparno Ghosh