খুব চেনা চেনা মুখ খানি তোমার
লাগছে আমাকে লাগছে আমাকে
কোথায় দেখেছি আমি কোথায় দেখিছি
পড়ছে না মনে পরছে না....
Song details
Song -খুব চেনা চেনা
Singers - Fuad ft. Poonam
Lyrics - Swapan Chakraborty
Lyrics
খুব চেনা চেনা মুখ খানি তোমার
লাগছে আমাকে লাগছে আমাকে
কোথায় দেখেছি আমি কোথায় দেখিছি
পড়ছে না মনে পরছে না মনে
হয়ত কোনদিন সকাল বেলায়
বা কোন সন্ধ্যা বেলায়
কোথাও যেতে বা ফিরতি পথে
বা কোন বইয়ের মেলায়
ভাবছি যা আমি
না না সে তো নও তুমি
বলি কেমনে বলি কেমনে
আধো আলোতে আধো ছায়াতে
এলে যেনো কার সাথে
হাতে কিছু ফুল নিয়ে এলে
দিলে যে আমার হাতে
মনে পরেছে তোমায়
দেখেছি কোথায়
আমার স্বপনে আমার স্বপনে
………………………
Song: খুব চেনা চেনা | Khub Chena Chena
Singer : Fuad ft. Poonam
Original Singer: Asha Bhosle
Album : Bonno
Lyric :Swapan Chakraborty
Music : Fuad