ক্লান্তির পথ বুঝি বা ফুরাল মোর
বারে বারে শুনি কে যেন আমায় ডাকে।
Song details
Song -ক্লান্তির পথ বুঝি বা ফুরাল মোর
Singers - Sandhya Mukhopadhyay
Lyrics - Gauri Prasanna Mazumder
Lyrics
ক্লান্তির পথ বুঝি বা ফুরাল মোর
বারে বারে শুনি কে যেন আমায় ডাকে।
ধূপছায়া মোর আকাশে বুঝি সে
তারা দীপ জ্বেলে রাখে।।
কত ঝড় কত আঁধার পেরিয়ে এসে
কে জানে হৃদয় কি পেল খোঁজার শেষে
পিনের ছায়া সমুখে আলোর পানে
অবাক নয়নে আজ শুধু চেয়ে থাকে।।
নীড়হারা পাখী এবারে যেন গো ভাবে
শান্তির নীড় এতদিনে খুঁজে পাবে।
এই তো ঠিকানা এইটুকু শুধু বুঝে
ক্লান্ত চরণ সান্ত্বনা পেল খুঁজে।
উৎসব যদি জাগেই জীবনে মোর
হাসিতে গেলেই আঁখি কেন মেঘে ঢাকে।।
…………………………
Song : Klantir Path Bujhiba Phuralo
গান : ক্লান্তির পথ বুঝিবা ফুরালো
Movie : Bipasha (1962)
Artist : Sandhya Mukhopadhyay
Music Director : Robin Chatterjee
Lyricist : Gauriprasanna Mazumder
Director : Agradoot
Starcast : Uttam Kumar, Suchitra Sen, Chhabi Biswas, Chhaya Debi