ললাটে মোর তিলক একো মুছে বঁধুর চরণ-ধুলি
আঁখিতে মোর কাজল মেখো ঘন শ্যামের....
Song details
Song -ললাটে মোর তিলক একো মুছে বঁধুর চরণ-ধুলি
Singers - Manas Kumar Das
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
ললাটে মোর তিলক একো মুছে বঁধুর চরণ-ধুলি
আঁখিতে মোর কাজল মেখো ঘন শ্যামের বরণগুলি।।
বঁধুর কথা মধুর প্রিয়
কর্ণ মূলে দুলিয়ে দিও
বক্ষে আমার হার পরিও বঁধুর পায়ের নূপুর খুলি।।
তার পীত বসন দিয়ে ক’রো এই যোগিনীর উত্তরীয়
হবে অঙ্গেরই চন্দন আমার কলঙ্ক তার মুছে নিও।
সে দেয় যা ফেলে মনের ভুলে
তাই অঞ্চলে মোর দিও তুলে
তার বনমালার বাসি ফুলে ভ’রো আমার ভিক্ষা ঝুলি।।