মাধবী মধুপে হল মিতালি
এই বুঝি জীবনের মধু গীতালি
জ্বলে দেখি জোনাকি
মন....
Song details
Lyrics
মাধবী মধুপে হল মিতালি
এই বুঝি জীবনের মধু গীতালি
জ্বলে দেখি জোনাকি
মন হল আনমনা কি
তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো
তাই কি নায়ান মধুর স্বপ্নে জড়ানো
যদি চুপি চুপি কথা বলে মন
সেই কথা বল ওগো যায় শোনা কি?
এই যে এতো আলো হাসি কখনও আগে জাগেনি
নিজেরে টো আর কোনদিন এমন করে ভালো লাগেনি
ওগো পরানের কবি মর আজ হাটে বাশি তুলে নাও
উৎসব এ লগন্ন সুরে সুরে দাও ভরে দাও
আজ চোখে চোখে চেয়ে সারারাত
হবে শুধু আকাশের তারা গোনা কি?
মাধবী মধুপে হল মিতালী
এই বুঝি জীবনের মধু গিতালী ||
জ্বলে দেখি জোনাকি
মন হল আনমনা কি ?
মাধবী মধুপে হল মিতালী
এই বুঝি জীবনের মধু গিতালী।।
তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো ?
তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো ? ||
যদি চুপি চুপি কথা বলে মন
সেই কথা বলো কভু যায় শোনা কি ?
জ্বলে দেখি জোনাকি
মন হল আনমনা কি?
মাধবী মধুপে হল মিতালী
এই বুঝি জীবনের মধু গিতালী।।
এই যে এত আলো-হাসি
কখনো আগে জাগে নি,
নিজেরে তো আর কোনদিন
এমন করে ভাল লাগে নি ||
ওগো পরানের কবি মোর
আজ হাতে বাঁশি তুলে নাও,
উৎসব এ লগন
সুরে সুরে দাও ভরে দাও।
আজ চোখে চোখে চেয়ে সারারাত
হবে শুধু আকাশের তারা গোনা কি ?
জ্বলে দেখি জোনাকি
মন হল আনমনা কি?
মাধবী মধুপে হল মিতালী
এই বুঝি জীবনের মধু গিতালী,
মাধবী মধুপে হল মিতালী
এই বুঝি জীবনের মধু গিতালী।।
Madhobi Modhupey Holo Mitali Lyrics:
madhabi madhupe hal mitaly
ei buji jivaner madhu gitali
jwale dekhi jonaki
mana hal anmana ki
tai ki batus phuler gandhe bharano
tai ki nyan madhur swapne jarano
yadi chupi chupi katha bale mana
sei katha bal ogo ya shona ki?
ei ye eto alo hasi kakhano ag jageni
nizere to aar kondin eman kare bhalo lageni
ogo paraner kabi mar aaj hate bashi tule nao
usav e lagann sure sure dao bhare dao
aaj chokhe chokhe chay sararat
have shudhu akasher tara gona ki?
…………………………
Song : Madhobi Modhupey Holo Mitali
Movie : Deya Neya (1963)
Artist : Arati Mukherjee
Music Director : Shyamal Mitra
Lyricist: Gauriprasanna Mazumder
Director : Sunil Banerjee
Starcast : Uttam Kumar, Tanuja, Pahari Sanyal, Chhaya Debi, Tarun Kumar, Lili Chakraborty, Kamal Mitra, Jahar Roy