মহুল গাছে ফুল ফুটেছে নেশার ঝোঁকে ঝিমায় পবন
গুনগুনিয়ে ভ্রমর এলো,....
Song details
Song -মহুল গাছে ফুল ফুটেছে নেশার ঝোঁকে ঝিমায় পবন
Singers - Angurbala Debi
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
মহুল গাছে ফুল ফুটেছে নেশার ঝোঁকে ঝিমায় পবন
গুনগুনিয়ে ভ্রমর এলো, (ওলো) ভুল করে তোর ভোলালো মন।।
আঁউরে গেছে মুখখানি ওর
কর লো বাতাস খুলে আঁচর
চাঁদের লোভে এলো চকোর (ও তুই) মেঘে ঢাকিসনে লো নয়ন।।
কেশের কাঁটা বিধে পাখায়
রাখলো ওরে বেঁধে শাখায়
মৌটুসি মৌ মদের মিঠায় (ও তুই) কপটে কর নিকট আপন।।