মন চোরারে কোথা পাই।
কোথা যাই মন আজ কিসে বুঝাই।।
নিষ্কলঙ্ক ছিলাম ঘরে
কিবা....
Song details
Song -মন চোরারে কোথা পাই
Singers - Nijam Shai
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
মন চোরারে কোথা পাই।
কোথা যাই মন আজ কিসে বুঝাই।।
নিষ্কলঙ্ক ছিলাম ঘরে
কিবা রূপ নয়নে হেরে,
প্রাণে তো আমার ধৈর্য নাই।।
ও সে চাঁদ বটে কি মানুষ
দেখে হলাম বেহুঁশ।
থেকে থেকে ঐরূপ মনে পড়ে তাই।।
রূপের কালে আমায় দংশিলে
উঠিল বিষ ব্রহ্মমূলে,
কেমনে সে বিষ নামাই।
বিষ গাঁঠরি করা না যায় হরা
কি করিবে কবিরাজ গোঁসাই।।
মন বুঝে ধন দিতে পারে
কে আছে এই ভাবনগরে,
কার কাছে মোর প্রাণ জুড়াই।
যদি গুরু দয়াময় এই অনল নিভায়
লালন বলে কেবল সেই তাহার উপায়।।