মোর প্রিয়া হবে এসো রানী দেবে খোঁপায় তারার ফুল
কর্ণে দোলাবো তৃতীয়া তিথীর চৈতি চাদের দুল
কন্ঠে....
Song details
Song -মোর প্রিয়া হবে এসো রাণী | Mor Priya Hobe Eso Rani
Singers - Khalid Hossain
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
মোর প্রিয়া হবে এসো রানী দেবে খোঁপায় তারার ফুল
কর্ণে দোলাবো তৃতীয়া তিথীর চৈতি চাদের দুল
কন্ঠে তোমার পরাব বালিকা
হংস সারির দোলানো মালিকা
বিজলী জরীণ ফিতায় বাধিব মেঘরং এলোচুল ।।
জোস্নার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায়
রামধনু হতে লাল রং ছানি আলতা পরাব পায়
আমার গানের সাত সুর দিয়া
তোমার বাসর রচিব প্রিয়া
তোমারে ঘেরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল ।।