মুর্শিদের ঠাঁই নে নারে তার ভেদ বুঝে।
এ দুনিয়ার ছিনায় ছিনায়
কী ভেদ....
Song details
Song -মুর্শিদের ঠাঁই নে নারে তার ভেদ বুঝে
Singers - Fakir Harun Ur Rashid
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
মুর্শিদের ঠাঁই নে নারে তার ভেদ বুঝে।
এ দুনিয়ার ছিনায় ছিনায়
কী ভেদ নবি বিলিয়েছে।।
ছিনার ভেদ ছিনায় ছিনায়
সফিনার ভেদ সফিনায়।
যে পথে যার মন হলো ভাই
সেই সেভাবে দাঁড়িয়েছে।।
কুতর্ক আর কুস্বভাবী
তারে ভেদ বলেনাই নবি।
ভেদের ঘরে দিয়ে চাবি
শরা মতে বুঝিয়েছে।।
নেকতন বান্দারা যত
ভেদ পেলে আউলিয়া হতো।
নাদানেরা শূল যাচিত
মনসুর তার সাবুদ আছে।।
তফসির হোসাইনি যার নাম
তাই ঢুঁরে পাই মসনবি কালাম।
ভেদ ইশারায় লিখা তামাম
লালন বলে নাই নিজে।।