মুছাফির মোছ রে আঁখিজল
ফিরে চল আপনারে নিয়া
আপনি ফুটেছিল ফুল
গিয়াছে আপনি ঝরিয়া ।।
রে পাগল একি দুরাশা
জলে....
Song details
Song -মুছাফির মোছ রে আঁখিজল
Singers - Firoza Begum
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
মুছাফির মোছ রে আঁখিজল
ফিরে চল আপনারে নিয়া
আপনি ফুটেছিল ফুল
গিয়াছে আপনি ঝরিয়া ।।
রে পাগল একি দুরাশা
জলে তুই বাঁধবি বাসা
মেটে না হেথায় পিয়াসা
হেথা নাই তৃষা দরিয়া।।
বরষায় ফুটল না বকুল
পউষে ফুটিবে কি সে ফুল
এদেশে ঝরে শুধু ফুল
নিরাশার কানন ধরিয়া ।।
রে কবি কতই দেয়ালি
জ্বালিলি তোর আলো জ্বালি
এলো না তোর বনমালী
আধার আজ তোরই দুনিয়া ।।